[caption id="attachment_1275" align="aligncenter" width="330"]
Upcoming Xiaomi Redmi S2[/caption]ধারণা করা যাচ্ছে যে, রেডমি 'এস' সিরিজের স্মার্টফোনগুলো রেডমি সিরিজের ফোনের চাইতে কমদামী হবে। আর শাওমি এস ২ মোবাইলটি সেলফি তুলার কথা চিন্তা করে নির্মান করা হয়েছে। ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। এছাড়া ফোনটিতে AI টেকনোলোজি থাকতে পারে। আর ফোনটির প্রাইমারী ক্যামেরাতে থাকবে ১২+৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। এছাড়া ফোনটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেছনের অংশেই থাকবে।
আরও পড়ুনঃ 1. হুয়াওয়ের পর এবার তিন ক্যামেরার ফোন নিয়ে এলো চায়না কোম্পানি ৩৬০ মোবাইল
2. অপ্পো এ৩ নিয়ে আসছে ৬.২ ইঞ্চির বিশাল ডিসপ্লে, থাকছে Notch - স্পেসিফিকেশন ও ছবি
ফোনটি নিয়ে এখনো পর্যন্ত সম্পুর্ণ বিবরণ পাওয়া যায়নি। আগামি সপ্তাহে অফিশিয়ালি সম্পুর্ণ স্পেসিফিকেশন প্রকাশিত হবে। ফোনটির মূল্য হবে 175$ যা বাংলাদেশী টাকায় প্রায় ১৪,৮৫০ টাকা।

0 Comments