ফ্লাগশিপ স্মার্টফোনে সবচেয়ে বেশি এবং অত্যাধুনিক ফিচারগুলি ব্যবহার করা হয়। ইদানিং ফ্লাগশিপ ফোনে বিভিন্ন অপ্রত্যাশিত ফিচার নিয়ে এসেছে স্মার্টফোন কোম্পানিগুলো। যেমনঃ হুয়াওয়ে ৫১২ জিবি স্টোরেজের মোবাইল ফোন রিলিজ করেছে, এছাড়া শাওমি গেমিং স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে এবছর। যাতে ৮ জিবি র্যাম ব্যবহার করা হবে। এইচটিসির এই ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
এইচটিসি ইউ ১২ স্পেসিফিকেশন (আন-অফিসিয়াল)
| ব্র্যান্ড | এইচটিসি |
| মডেল | এইচটিসি ইউ ১২ (HTC U12) |
| অপারেটিং সিস্টেম | এন্ড্রয়েড ওরিও ৮.০ |
| ডিসপ্লে | ৬.০ ইঞ্চি |
| ক্যামেরা | প্রাইমারীঃ ডুয়াল ১৬+১২ মেগাপিক্সেল ফ্রন্টঃ ডুয়াল ৮ মেগাপিক্সেল |
| প্রসেসর | স্ন্যাপড্রাগন ৮৪৫ |
| মেমোরি | র্যাম- ৬ জিবি, রম- ১২৮ জিবি |
| নেটওয়ার্ক | ২জি, ৩জি, ৪জি, ৫জি |
| সীম | ২টি মাইক্রো সীম |
| ব্যাটারি | ৩৯৮০ মিলি অ্যাম্পিয়ার |
| অন্যান্য ফিচার | সামনে ও পেছনে গ্লাস, মেটাল ফ্রেম, কুইক চার্জ ৩.০, আই.পি৬৮ সার্টিফাইড |
| রিলিজের তারিখ (সম্ভাব্য) | মে ২০১৮ |
| মূল্য (সম্ভাব্য) | ইউ.এস- ৮৮০ ডলার বাংলাদেশ- ৭৯,২০০ টাকা |

0 Comments