Best Seller Books

ওরিও আপডেট আসছে স্যামসাং গ্যালাক্সী এস৭, এস৭ এজ এবং গ্যালাক্সী এ৩, এ৪ মোবাইলে

অনেক অপেক্ষার পর স্যামসাং গ্যালাক্সী 'এ' সিরিজের স্মার্টফোন এ৪, এ৫ ও এ৭ এবং গ্যালাক্সি 'এস' সিরিজের স্মার্টফোন এস৭ ও এস৭ ফোনগুলিতে ওরিও ৮.০ আপডেট আসছে। আগামী মে মাসের শেষের দিকে ও জুনের শুরুর দিকে আপডেটগুলি আসার কথা। এছাড়াও গ্যালাক্সি ট্যাব এস৩ ফোনের জন্যও ওরিও আপডেট আসতে পারে। তুর্কিশ ওয়েবসাইট GüncelMiyiz তে এই তথ্যগুলি স্যামসাং প্রকাশ করেছে। তুর্কিতে স্যামসাংয়ের যেকোন অফিশিয়াল তথ্য প্রকাশ করার জন্য স্যামসাং এই ওয়েবসাইট ব্যবহার করে।

[caption id="attachment_1150" align="aligncenter" width="1026"]Android Oreo Update may list Android Oreo Update may list[/caption]

স্যামসাং ওরিও আপডেট রিলিজ ডেট


একই ওয়েবসাইট গতমাসে দাবী করেছিল যে স্যামসাং গ্যালাক্সি এ৩, এ৫ এবং এ৭ (২০১৭) ২৫ শে মে ওরিও আপডেট পাবে। তবে এখন তারা বলছে যে, আগামী জুনে ওরিও আপডেট আসবে।
একইভাবে, গ্যালাক্সি এস৭ ও এস৭ এজ এই মাসে ১৩ তারিখে ওরিও আপডেট পাওয়ার কথাও থাকলেও তা বাড়িয়ে আগামী ১৮ই মে ওরিও আপডেট পাবে বলে উল্লেখ করা হয়েছে।
অপরদিকে, ৯.৭ ইঞ্চির বিগ ডিসপ্লের ট্যাব গ্যালাক্সি এস৩ আগামি মে মাসের ৪ তারিখ ওরিও পাওয়ার কথা থাকলে এখন সময় বাড়িয়ে ১৮ই মে করা হয়েছে।

আরও পড়ুনঃ LG Aristo 2 Price in Bangladesh, Specification

স্যামসাং রাশিয়াতে স্যামসাং এ৫ এর ওরিও আপডেট মোবাইল বিক্রি করা শুরু করেছে। তবে সব দেশেই ওরিও আপডেট এক সময়ে আসবে কিনা তা স্পষ্টভাবে কোথাও উল্লেখ করা নেই। তবে, সবার আগে যে তুর্কি ওরিও আপডেট পাবে। আর, ওরিও আপডেটের ক্ষেত্রে কিছুদিনের ব্যাবধান হলেও সবাই যে ওরিও আপডেট পাবে এটা নিশ্চিত।

তথ্যসূত্রঃ Nashville Chatter

Post a Comment

0 Comments