[caption id="attachment_1083" align="aligncenter" width="960"]
Blackberry athena image[/caption]আরও পড়ুনঃ চমক নিয়ে আসছে শাওমির গেমিং স্মার্টফোন ব্লাকশার্ক
ব্ল্যাকবেরি এথেনা অনেকটা Keyone এর মত করেই তৈরি করা হয়েছে। এই প্রথম ডুয়াল ক্যামেরার সাথে ডুয়াল এলইডি ফ্ল্যাশ নিয়ে আসছে BlackBerry. ফোনটিতে বড় ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। কোয়ার্টি কিবোর্ড নিচে ব্যাবহার করা হয়েছে। ফোনটির নিচে USB-C চার্জার, 3.5 mm জ্যাক এর সুবিধা রয়েছে। তবে ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে ডুয়াল ক্যামেরা ব্যবহার করা হয়নি। ফোনটিতে প্লাস্টিক বডি ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে।

0 Comments